সৌদি যুবরাজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৭
সৌদি আরবের যুবরাজ, প্রতিরক্ষামন্ত্রী ও ডেপুটি সরকার প্রধান মোহাম্মদ বিন সালমানের সাথে বুধবার টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ কথোপকথনের সময় দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেয়া হয়।
এ সময় তারা মধ্যপ্রাচ্যের সর্বশেষ বিদ্যমান পরিস্থিতি ও ভবিষ্যৎ বিষয় নিয়ে আলোচনা করেন বলে খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
এদিকে, ব্রিটিশ সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার বিকেলে প্রধানমন্ত্রী বরিস জনসন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলেছেন।
তিনি সৌদি আরবের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার করা এবং দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রতি জোর দেন।
এ সময় তারা ইয়েমেন পরিস্থিতি এবং এ নিয়ে জাতিসঙ্ঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথের কাজে সহায়তার বিষয়েও আলোচনা করেন।
সূত্র : সৌদি গ্যাজেট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা