১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ট্রাম্প আবার ক্ষমতায় এলে ইরানের সঙ্গে সমঝোতা!

ডোনাল্ড ট্রাম্প ও জ্যারেড কুশনার - ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার দাবি করেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে দ্বিতীয়বারে মতো প্রেসিডেন্ট হতে পারলে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতা করার অপেক্ষায় থাকবেন।

তিনি পিবিএস নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ট্রাম্প ইরানের সঙ্গে একটি উপযুক্ত চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় থাকবেন।’

কুশনার আরো দাবি করেন, ট্রাম্প তার প্রথমবারের মেয়াদে দায়িত্ব পালনের সময় ইরানের তেল রফতানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। ইরানের বৈদেশিক আয় ও অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলেও ট্রাম্পের জামাতা দাবি করেন।

এর আগে ট্রাম্প নিজেও তার ভাষায় বলেছিলেন, আগামী নভেম্বরে নির্বাচিত হতে পারলে তিন সপ্তাহেরও কম সময়ে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি সই করতে সক্ষম হবেন।

কুশনার এমন সময় ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবি করলেন যখন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বৃহস্পতিবার বলেছেন, কঠোর নিষেধাজ্ঞা ও করোনা মহামারির মধ্যেও ইরানে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়নি। দেশের ভেতরে যেমন জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রয়েছে তেমনি বিদেশে রফতানির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে না।

ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন, আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম তেহরান। তারা আরো বলেছেন, আমেরিকা বিদ্বেষী নীতি পরিহার ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতায় ফিরে এলে তার সঙ্গে ওই সমঝোতার গঠনকাঠামোর আওতায় আলোচনা হতে পারে। এর অন্যতায় সমঝোতা দূরে থাক ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনাই হবে না।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
ঢাকা মেডিক্যালের মর্গে জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশ পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি নতুন বছরে মাঠে নামতে মায়ামিতে মেসি ফকিরহাটে লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শ্রমিকদের স্বৈরাচারের সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রিপনের মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ সিরিয়ার কোনো অংশ দখলের ইচ্ছা নেই তুরস্কের : পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি চীনের জন্য সতর্কতা : মেলোনি সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ওপর পাকিস্তানের গুরুত্বারোপ সহ-সমন্বয়ক রাফির নামে বিকাশে অস্বাভাবিক লেনদেনের তথ্যটি ভুয়া

সকল