নিষেধাজ্ঞা শুধু পম্পেওর কল্পনার জগতে পুনর্বহাল হবে : ইরান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ আগস্ট ২০২০, ১০:২৯
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে বলে যে দাবি করেছেন তা শুধু পম্পেওর কল্পনার জগতে পুনর্বহাল হবে, অন্য কোথাও নয়।
তিনি শুক্রবার ভোররাতে এক টুইটার বার্তায় বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১৫ দেশের মধ্যে বর্তমান সভাপতিসহ ১৩ দেশ আমেরিকার স্ন্যাপব্যাক ম্যাকানিজম পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যান করেছে। এছাড়া, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব ব্যবহার করার কোনো আইনগত বৈধতা তার নেই।
খাতিবযাদে বলেন, এ অবস্থায় পম্পেও ৩০ দিনের উল্টো গণনার যে দাবি করেছেন তা শুধু তার মনোজগতে গণনা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের ব্যাপারে একটি ভিন্ন জগতে বসবাস করছেন বলেও ইরানের এ মুখপাত্র মন্তব্য করেন।
পম্পেও বৃহস্পতবিার এক টুইটার বার্তায় দাবি করেছিলেন, ‘গ্রিনিচমান সময় ২০ সেপ্টেম্বর মধ্যরাত থেকে ইরানের বিরুদ্ধে জাতিসঙ্ঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে যাবে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যেদিন থেকে তার দেশ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক ম্যাকানিজমের আবেদন জানিয়েছেন সেদিন থেকেই তা চালু হয়েছে এবং তার ৩০ দিনের মাথায় ইরানবিরোধী সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হয়ে যাবে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা