১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘প্রচুর অর্থে’ এফ-৩৫ জঙ্গি বিমান কিনতে চায় আমিরাত : ট্রাম্প

এফ-৩৫ জঙ্গি বিমান কিনতে চায় আমিরাত - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) লোকহিড মার্টিন কোম্পানির তৈরি করা এফ-৩৫ জঙ্গি বিমান কিনতে চায়, যেগুলো যুদ্ধে ব্যবহার করে থাকে ইসরাইল।

তিনি বলেন, ‘তাদের সে অর্থ আছে এবং তারা কয়েকটি এফ-৩৫ কেনার অর্ডার করতে চায়’।

ট্রাম্প বলেন, গত সপ্তাহে ইসরাইল ও আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ও নতুন সম্পর্ক বিস্তৃতির যে চুক্তি হয়েছে, আশা করছি সৌদি আরবও সেখানে যোগ দেবে।

বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এদিকে, বুধবার সৌদি আরবও বলেছে, ২০০২ সালের শান্তি উদ্যোগের ভিত্তিতে সৌদি আরব ইসরাইলের সাথে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসরাইল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধান ও ১৯৬৭ সালে ইসরাইলের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলের বসতি প্রত্যাহারের ভিত্তিতে এ শান্তি উদ্যোগ নিয়েছে ইসরাইলকে স্বীকৃতি না দেয়া সৌদি আরব।

সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement