১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

লিবিয়া উপকূলে জাহাজডুবিতে ৫ শিশুসহ ৪৫ জন নিহত

ভূমধ্যসাগরে একটি উদ্ধার তৎপরতা - ছবি : রয়টার্স

লিবিয়া উপকূলে জাহাজডুবিতে পাঁচ শিশুসহ ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

বুধবার এক যুক্ত বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, সোমবারের ওই জাহাজডুবিতে ৩৭ জনকে উদ্ধার করা গেছে এবং অন্তত ৪৫ জন মারা গেছেন। জওয়ারা উপকূলে তাদের বহনকারী জাহাজটির ইঞ্জিন বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

সংস্থা দুটি বলছে, বেঁচে যাওয়া লোকদের স্থানীয় জেলেরা উদ্ধার করে, পরবর্তীতে তাদেরকে আটক রাখা হয়েছে। এদের অধিকাংশই সেনেগাল, মালি, শাদ ও ঘানার অধিবাসী।

ভূমধ্যসাগরের এ মর্মান্তিক দুর্ঘটনার পর ইউএনএইচসিআর ও আইওএম জরুরি ভিত্তিতে উদ্ধারকাজে দেশগুলোর পদ্ধতির পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement