ইসরাইল-আমিরাত চুক্তি অর্থহীন : ফিলিস্তিন প্রেসিডেন্ট
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ আগস্ট ২০২০, ১১:২২
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি করেছে তা অর্থহীন এবং এ নিয়ে ফিলিস্তিনি জনগণ উদ্বিগ্ন নয়।
তিনি বলেন, ‘এখানে ওখানে কি হচ্ছে বিশেষ করে আমেরিকা, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দেয়া হয়েছে, যা ইসরাইল এবং আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ভিত্তি তৈরি করে দেবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন নই।’
গত ১৩ আগস্ট আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চুক্তি হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় বিবৃতিতে মাহমুদ আব্বাস আবুধাবিকে ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, আরব আমিরাত ফিলিস্তিনি জনগণের অধিকার, ফিলিস্তিন রাষ্ট্র, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং পবিত্র জেরুসালেম শহর- সবকিছু থেকে সরে গেছে।
আমিরাত ও ইসরাইলের এ চুক্তি নিয়ে আরব এবং মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন একে ফিলিস্তনের ‘পিঠে ছুরি মারা’ বলে অভিহিত করেছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা