সৌদি যুবরাজকে মার্কিন আদালতে তলব
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ আগস্ট ২০২০, ১৩:৪৩
সৌদি আরবের সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তার পক্ষ থেকে মামলা দায়েরের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আমেরিকার একটি আদালতে তলব করা হয়েছে। মামলার আরজিতে সৌদি আরবের ওই গোয়েন্দা কর্মকর্তা অভিযোগ করেছেন, দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান তাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছেন।
আমেরিকার ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া কোর্ট গত শুক্রবার এই পরোয়ানা জারি করে। এর একদিন আগে সালমানের বিরুদ্ধে সা’দ আলজাবরি একটি মামলা দায়ের করেন। তিনিও সৌদি যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার জন্য আমেরিকা ও কানাডায় ঘাতক দল পাঠানোর অভিযোগ করেছেন।
মার্কিন আদালত সৌদি যুবরাজকে তলব করে বলেছে, ‘যদি আপনি আদালতের তলবে সাড়া দিতে ব্যর্থ হন তাহলে আপনার বিরুদ্ধে জাজমেন্ট বাই ডিফল্ট অনুসরণ করা করা হবে এবং আপনাকে অভিযোগকারীর সমস্ত দাবি-দাওয়া পূরণ করতে হবে।’
সূত্র : পার্সটুডে