২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার আল আজহার দখলে নিচ্ছেন সিসি

এবার আল আজহার দখলে নিচ্ছেন সিসি - ছবি : সংগৃহীত

একটি নতুন বিল অনুযায়ী আল আজহারের ফতোয়া বিভাগে মুফতি নিয়োগের অধিকার পাচ্ছেন দেশটির স্বৈরশাসক আবদুল ফাত্তাহ আল সিসি। মিসরের আইন প্রণেতারা আল আজহারকে স্বায়ত্তশাসন মুক্ত করতে কাজ করে যাচ্ছেন। এটি সফল হলে মিসরে আবদুল ফাত্তাহ আল সিসির আরো ক্ষমতা দৃঢ় হবে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের দারুল ইফতা সংস্থাটি মিসরীয় শাসনের নিয়ন্ত্রণে ধর্মীয় মতামত প্রকাশ করবে।

মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়েছে, এই প্রচেষ্টা সফল হলে ফতোয়া বিভাগে মুফতি নিয়োগ হবে সিসির নেতৃত্বে। প্রতিষ্ঠানটি আর্থিকভাবে আরো সচ্ছল হবে এবং মুফতিদের মন্ত্রীপর্যায়ের সুযোগ-সুবিধা দেয়া হবে।

উল্লেখ্য, আল আজহার বিশ্ববিদ্যালয়ের দারুল ইফতা বা ফতোয়া বিভাগ মিসরের অন্যতম শক্তিশালী ধর্মীয় সংস্থা, যা মিসরের মন্ত্রীদের পরামর্শ প্রদান করে এবং সরকার বা সাধারণ মানুষের সাথে জড়িত যেকোনো বিষয়ে ফতোয়া প্রদান ও ইসলামিক ইস্যুতে সালিশি হিসেবে কাজ করে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


আরো সংবাদ



premium cement