ইসরাইল-আরব আমিরাত একত্রে করোনা প্রতিরোধে কাজ করবে : নেতানিয়াহু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুন ২০২০, ১৭:২৩, আপডেট: ২৬ জুন ২০২০, ১৭:১৫
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একত্রে কাজ করবে। যদিও আরব আমিরাতের সাথে ইসরাইলের সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই।
বৃহস্পতিবার নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, এই সহযোগিতার আওতায় এ অঞ্চলের স্বাস্থ্য সুরক্ষার উন্নতির লক্ষে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তিগত ক্ষেত্রে একত্রে কাজ করবে।
নেতানিয়াহু বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের সাথে একত্রে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা আসন্ন। এটি সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রীরা একত্রে বসে ঠিক করবেন।
এই ঘোষণা এমন সময় দেয়া হলো, যখন ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক আকারে অবৈধ দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে।
গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা করোনাভাইরাস ও প্রযুক্তির বিরুদ্ধে লড়াইসহ কয়েকটি ক্ষেত্রে ইসরাইলের সাথে কাজ করতে পারে।
ইসরাইলের একটি সামরিক অনুষ্ঠানে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, কয়েক মাস ধরে আরব আমিরাতের সাথে নিবিড় যোগাযোগের চেষ্টা চলছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা