১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান -

ইরানের সেনাবাহিনী সাফল্যের সঙ্গে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সাগর উপকূল থেকে সাগরের গভীরে নিক্ষেপযোগ্য এ দু’টি ক্ষেপণাস্ত্রের একটির পাল্লা হচ্ছে ৮০ কিলোমিটার এবং অপরটির পাল্লা ২০০ কিলোমিটার।

ভারত মহাসাগরের উত্তরাংশে এবং ওমান সাগরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে সেনাবাহিনীর নৌ ইউনিট আজ (বৃহস্পতিবার) জানিয়েছে। দু’টি ক্ষেপণাস্ত্রের পাল্লাই প্রয়োজনে বাড়ানো সম্ভব বলে জানানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বলেছেন, এই সাফল্য সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াবে এবং ইরানের তরুণ বিজ্ঞানীরা স্বনির্ভরতা অর্জনের পথে নিজেদের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

তিনি বলেন, নৌবাহিনীর একটি মহড়ার সময় এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এবং সাগরে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা থেকে এটা প্রমাণিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত আত্মবিশ্বাসী। যেকোনো ধরনের হুমকি মোকাবেলার সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে বলে তিনি জানান। সাইয়ারি বলেন, আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
সূত্র : পার্স টুডে

 


আরো সংবাদ



premium cement