১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তকরণ: নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক চান মাহমুদ আব্বাস

- সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকাকে ইসরাইল সংযুক্ত করার যে পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি দাবি করেছেন, সেই বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিত থাকতে হবে।

ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও'র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত আরবি ভাষার রেডিও চ্যানেল ভয়েস অব ফিলিস্তিনকে গতকাল (শনিবার) জানিয়েছেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসঙ্ঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুরকে এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন যাতে আগামী ২৪ জুন এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরাইল যাতে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে না পারে তার জন্য একটি আন্তর্জাতিক পর্যায়ের জোট গঠনেরও প্রস্তাব করেছেন তিনি।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং চীনের সাম্প্রতিক অবস্থানেরও প্রশংসা করেন এরিকাত। তিনি বলেন, এ ধরনের অবস্থান প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভে সক্ষম হয়েছে ফিলিস্তিন।

সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, পশ্চিম তীর সংযুক্ত করার যে পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল সেজন্য তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পাশাপাশি ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

সায়েব এরিকাত ফিলিস্তিনি জনগণকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, ইসরাইলের পক্ষ থেকে সৃষ্ট অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আরব দেশগুলোর সহযোগিতা চান তিনি। পার্সটুডে


আরো সংবাদ



premium cement
এবার মোদি বললেন, ‘আমিও মানুষ, ঈশ্বর নই’ আটক সাবেক ওসির থানা থেকে পলায়ন, বর্তমান ওসি প্রত্যাহার নাইক্ষ্যংছড়িতে অস্ত্র বিক্রির সময় কিশোর আটক, অস্ত্র উদ্ধার চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলায় গ্রেফতার ২ বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে : সেলিম উদ্দিন ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব গাজায় ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার : মির্জা ফখরুল গাজায় নিহত প্রকাশিত সংখ্যার চেয়ে ৪০ শতাংশ বেশি : ল্যানচেট টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ যুবক নিহত, আহত ৩ হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

সকল