২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সামরিক খাতে ব্যয় কমাবে না সৌদি আরব

সামরিক খাতে ব্যয় কমাবে না সৌদি আরব
সামরিক খাতে ব্যয় কমাবে না সৌদি আরব - ছবি : সংগৃহীত

সৌদি আরবের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কারণে গৃহীত ব্যায় সংকোচন নীতি সত্ত্বেও আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখবে রিয়াদ সরকার।

নোবেল করোনাভাইরাসের মহামারী এবং তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ার কারণে সৌদি আরবের চলতি ২০২০ সালের বাজেটের প্রথম তিন মাসে ৯০০ কোটি ডলারের ঘাটতি পড়েছে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে রিয়াদ সরকার ঘোষণা করেছে যে, রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য গৃহায়ন বাবদ ব্যয় সংকোচন করবে। এর পাশাপাশি রাষ্ট্রীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিক রাখার জন্য ভ্যাট তিনগুণ বাড়ানো হবে।

এসব পদক্ষেপ পরও ফিনান্সিয়াল টাইমস আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, কঠোর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা সত্ত্বেও সৌদি আরব সামরিক ব্যয় অনেক বেশি বাড়াচ্ছে। এরইমধ্যে তারা আমেরিকার অস্ত্র নির্মাতা বড় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেছে।

পশ্চিমা অস্ত্র নির্মাণ শিল্পের একজন নির্বাহী কর্মকর্তা যিনি পারস্য উপসাগরীয় একটি দেশে অবস্থান করছেন তিনি জানান, সৌদি আরবের অর্থনৈতিক সংকট সত্বেও তারা অস্ত্র আমদানি খাতে কোনো ব্যয় সংকোচন নীতি গ্রহণ করবে না।

ফিনান্সিয়াল টাইমসের এ প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের ঠিকাদাররা এরইমধ্যে ২৬০ কোটি ডলারের অস্ত্র রপ্তানির অর্ডার পেয়েছে যার আওতায় সৌদি আরব মার্কিন নির্মিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ও জাহাজ বিধ্বংসী ১,০০০ ক্ষেপণাস্ত্র কিনবে।

মার্কিন আরেক অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছে, ব্যয় সংকোচন নীতি সত্ত্বেও সৌদি আরব অস্ত্র আমদানি ও সামরিক খাতে কোনো কাটছাট করবে না। পার্সটুডে


আরো সংবাদ



premium cement
এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ

সকল