২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইফতারে সুস্বাদু স্যুপ বানিয়ে বছরের পর বছর বিলিয়ে যাচ্ছেন গাজার এই বাসিন্দা

নিজ হাতে গ্রিসা বানাচ্ছেন ওয়ালিদ আল হাতাব - দ্য ন্যাশনাল

দুপুর পেরিয়ে বিকেল হতেই কাজ নেমে পড়েন তিনি। কারণ সূর্য ডোবার আগেই যে তৈরি করতে হবে সুস্বাদু স্যুপ। যা দিয়ে ইফতার করবেন ফিলিস্তিনের গাজার আল-সুজাইয়ার বাসিন্দারা। কারণ এই দামী স্যুপ খাওয়ার ভাগ্য হয় না অস্বচ্ছল পরিবারগুলো। তাই রমজানে তাদের জন্য এই স্যুপ বানান ওয়ালিদ আল হাতাব। ৫৭ বছরের এই ব্যক্তি চার বছর ধরে কাজটি করে যাচ্ছেন। তার হাতের তৈরি এই স্যুপের নাম গ্রিসা।

কী দিয়ে তৈরি হয় এই সুস্বাদু স্যুপটি?

এটি তৈরিতে প্রয়োজন হয় ভেড়ার গোস্ত, গম আর নানান মসলা।

এত কিছু থাকতে এই স্যুপ তৈরির কথা তার মাথায় কেন আসলো?

ওয়ালিদ আল হাতাব বলেন, ‘এই স্যুপ তৈরি করতে ভেড়ার গোস্ত প্রয়োজন হয়, যা খুব দামী। দরিদ্র পরিবারগুলোর এই স্যুপ খাওয়ার সামর্থ্য নেই। আমি স্বল্প খরচের মধ্যেই কাজটি করি। একটি বড় হাড়িতে বানানো স্যুপ প্রায় ১৩০টি পরিবার খেতে পারে। স্যুপ বানানো শেষ হলো, সবাই লাইন করে দাঁড়িয়ে থেকে পাত্রে ভরে নিয়ে যায়।’

গ্রিসা বানানো হচ্ছে

 

২০১৪ সালের যুদ্ধে আল-সুজাইয়া জেলাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সেখান থেকে মাথা তুলে দাঁড়ান ওয়ালিদ আল হাতাব। সহায়তা করতে শুরু করেন দুস্থ পরিবারগুলোকে।

তিনি বলেন, ‘আমি বাজারের ঠিক মাঝখানটায় বসে ছিলাম। হঠাৎই চিন্তাটা মাথায়েএলো। মনে হলো, আমি এখানকার ধনী-গরিব সবাইকে ইফতারে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াই না কেন। সেই তখন থেকেই শুরু। সবার জন্যই গ্রিসা তৈরি করি। কাউকেই খালি হাতে ফিরিয়ে দেই না।’

তিনি আরো বলেন, ‘আশার কথা হলো, আমার দেখাদেখি আরো অনেকে এখন দুস্থ বাসিন্দাদের জন্য খাবারের ব্যবস্থা করছে।’

একটি বড় হাড়িতে বানানো গ্রিসা ১৩০টি পরিবার অনায়সেই খেতে পারেন

 

চলমান মহামারী করোনাভাইরাসের কারণে গাজার অর্থনৈতিক অবস্থা খারাপ জানিয়ে তিনি বলেন, গতবার এখানকার অবস্থা ভালো ছিল। তবে তিনি এ কথাও বলেন, করোনায় এখানকার অবস্থা অন্য দেশগুলোর তুলনায় ভালো।

অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৩ জন। আর মারা গেছেন দু’জন।

স্মিত হেসে তিনি বলেন, ‘আল্লাহর শুকরিয়া যে, এখনো গাজায় করোনা ছড়াতে পারেনি।’

সূত্র : দ্য ন্যাশনাল


আরো সংবাদ



premium cement
প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে যা বলল ভারত সরকারের মুখপাত্র

সকল