সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে চিঠি পাঠালেন কিম জং-উন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ এপ্রিল ২০২০, ১৯:৫৫
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছেন। কিম জং-উনের শারীরিক অবস্থা শোচনীয় বলে যখন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে তখন এ চিঠি পাঠানোর খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদপত্র রডং সিনমুন।
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র হিসেবে পরিচিত দৈনিকটি গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ১৫ এপ্রিল কিম জং-উনকে অভিনন্দন জানিয়ে যে চিঠি দিয়েছিলেন তার জবাব হিসেবে ওই কূটনৈতিক চিঠিতে আসাদকে ধন্যবাদ জানিয়েছেন কিম।
কিমের চিঠিতে বলা হয়েছে, “আমাদের দু’টি দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতা উত্তরোত্তর শক্তিশালী হবে বলে আমি নিশ্চিত; কারণ, এটি করতে দু’দেশের নেতৃত্বের সদিচ্ছা রয়েছে এবং দু’দেশের জনগণের আকাঙ্ক্ষাও সেরকমই। ”
রডং এমন সময় কিমের পক্ষ থেকে আসাদকে চিঠি পাঠানোর খবর প্রকাশ করল যখন তার একদিন আগে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছিল, কিম জং-উন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে দক্ষিণ কোরিয়া বুধবার এ গুজবের সত্যতা নাকচ করে দেয় যে, কিম জং-উনের হার্টে অপারেশন হয়েছে এবং এরপর তার অবস্থার অবনতি হয়েছে। পার্সটুডে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা