২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ইসরাইলের এক ঝাঁক আগ্রাসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী

হোমসের আকাশে ধ্বংস করে দেয়া হচ্ছে ইসরাইলি ক্ষেপণাস্ত্র - সংগৃহীত

ইসরাইলের এক ঝাঁক আগ্রাসী ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনা ঘটেছে কেন্দ্রীয় প্রদেশ হোমসের প্রাচীন শহর পালিমারে ।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, পালিমারের বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরাইলের অনেকগুলো ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছে।

এদিকে, ইসরাইলি সংবাদ মাধ্যম জানিয়েছে, হোমসের ‘টি ৪’ নামের ঘাঁটিতে তারা হামলা করেছিল। অতীতেও এ ঘাঁটিতে কয়েক দফা ইসরাইলি হামলা হয়েছে।

বৈরুতভিত্তিক আল মায়েদিন টিভি চ্যানেল জানায়, পালিমারের দেড়শ কিলোমিটার পশ্চিমে গতকাল স্থানীয় সময় রাত ১১টায় এ হামলা চালানো হয়। পালিমারের উত্তরাঞ্চলীয় বিমান বন্দর লক্ষ্য করে ইসরাইলি হামলা চালানো হয়েছিল।

গত মাসেও একই প্রদেশে ইসরাইলি জঙ্গি বিমান থেকে ছোঁড়া অনেকগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে সিরিয় বাহিনী।

পার্সটুডে


আরো সংবাদ



premium cement