১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

করোনার চিকিৎসা সরঞ্জাম ছিনিয়ে নেয়ার গোপন অভিযানে মোসাদ

- ছবি : সংগৃহীত

করোনাবিরোধী লড়াইয়ের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছিনিয়ে ইসরাইলে নেয়ার গোপন অভিযানে নেমেছে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদের কারিগরি বিভাগের প্রধান এ কথা স্বীকার করেছেন।

ইহুদিবাদী ইসরাইলের চ্যানেল ১২’এর অনুসন্ধানী সংবাদ অনুষ্ঠান ‘উভদা’র কাছে এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন ‘হেদ’ নামে পরিচিত মোসাদের কারিগরি বিভাগের প্রধান।

তিনি জানান, করোনা আক্রান্ত কিছু কিছু দেশ এ সবসরঞ্জাম সরবরাহের ক্রয়াদেশ দিয়েছিল এবং তা ছিনিয়ে ইসরাইলে নিয়ে আসার গোপন অভিযান পরিচালনা করছে মোসাদ।

‘উভদা’র বরাত দিয়ে দ্যা টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে। ‘হেদ’ আরো জানান, ইসরাইলের জন্য কোভিড-১৯ বিরোধী লড়াইয়ের সাথে সম্পর্কিত এক লাখ ৩০ হাজার সরঞ্জাম সংগ্রহ করতে মোসাদকে আদেশ দেয়া হয়েছে। এ সব সরঞ্জামের মধ্যে সুরক্ষা পোশাক বা প্রোটেকটিভ গিয়ার থেকে করোনা নির্ণয়কারী কিট, করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং ভেন্টিলেটর রয়েছে।

একে অত্যন্ত জটিল অভিযান হিসেবে তুলে ধরে ‘হেদ’ আরো জানান, তিনি অনেক অভিযান পরিচালনা করেছেন কিন্তু এমন জটিল অভিযান জীবনেও দেখেননি। করোনা মহামারি সামাল দেয়ার জন্য ভেন্টিলেটরের সরবরাহ সীমিত থাকায় কোনো কোনো দেশ তা হাতিয়ে নেয়ার গোপন লড়াইয়ে নেমেছে বলে দাবি করেন তিনি।

এতে জয়ী হওয়ার জন্য ইসরাইল তার বিশেষ সম্পর্ককে কাজে লাগানোর কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, অন্যান্য দেশ যেসব মজুদকৃত সরঞ্জাম কেনার ক্রয়াদেশ দিয়েছে তা ছিনিয়ে আনার প্রাণপণ চেষ্টা করছে মোসাদ।

অবশ্য, কোন কোন দেশে ইহুদিবাদী ইসরাইল এ অভিযান চালিয়ে যাচ্ছে যে কথা এ প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। পার্সটুডে।


আরো সংবাদ



premium cement
গুমের সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা, নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র গুমে জড়িত ২০ সেনা-র‌্যাব-পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মিয়ানমার নিয়ে বৈঠকে বাংলাদেশ, ভারত, চীনের যেসব হিসাব-নিকাশ সাকিবের বিদায়, ফাইনালে সাব্বির-মোসাদ্দেকের দল প্রধান উপদেষ্টা আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভারতে লঞ্চে ধাক্কা নৌবাহিনীর স্পিড বোটের! মৃত ১৩ পণ্যশুল্ক নিয়ে মোদিকে হুঁশিয়ারি ট্রাম্পের বিশ্বকাপে মদের নিষেধাজ্ঞা শিথিল করবে না সৌদি আরব র‍্যাঙ্কিংয়ে শেখ মেহেদী-হাসান মাহমুদের বড় লাফ

সকল