পরমাণু অস্ত্র তৈরির দিকে দ্রুত এগোচ্ছে ইরান : হিলারি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ মার্চ ২০২০, ২২:৪০
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ইরান বেশ ভালোভাবেই পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে। এমনকি শিগগিরই তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে হিলারি এ কথা বলেছেন।
জেনারেল কাসেম সোলাইমানি হত্যার জেরে পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণেরও কথাও জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এবার এ ব্যাপারে মুখ খুলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। দেশটির শীর্ষস্থানীয় নেতারা বেশ কয়েকটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি উঠে এসেছে।
এরপর সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান বেশ ভালোভাবেই পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে। এমনকি শিগগিরই তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই ইরান পরমাণু অস্ত্র তৈরির সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেন হিলারি ক্লিনটন। হিলারির ভাষায়, ট্রাম্প প্রশাসনের মানসিকতা সঙ্কীর্ণ। সেই সঙ্কীর্ণতা থেকেই ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার সিদ্ধান্ত নেন। তার এ সিদ্ধান্তকে আমি অনেক বড় ভুল পদক্ষেপ বলে মনে করি। এর ব্যাখ্যায় হিলারি বলেন, ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা থেকে সরে আসার ফলে এখন ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে। চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে বের করে নেয়ায় সে সুযোগ কাজে লাগাচ্ছে ইরান। সূত্র : সিএনএন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা