২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সৌদি আরবে আরেক প্রভাবশালী প্রিন্স আটক

সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। - ছবি : সংগৃহীত

রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে সৌদি আরবের আরো এক প্রিন্সকে আটক করা হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে চারজন প্রভাবশালী প্রিন্সকে আটক করা হলো।

নতুন করে যিনি আটক হয়েছেন তার নাম হচ্ছে নায়েফ বিন আহমাদ বিন আব্দুল আজিজ। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

খবরে প্রকাশ, আটক চতুর্থ প্রিন্স নায়েফ বিন আহমাদ বিন আব্দুল আজিল সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন বলে জানা গেছে।

সৌদি আরবের একটি সামরিক সূত্র জানিয়েছে, তিনি এর আগে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগেই বাদশাহ সালমানের ভাই, ভাতিজাসহ তিন প্রিন্সকে আটক করার খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, আটক ব্যক্তিরা হলেন সৌদি বাদশাহ সালমানের একমাত্র জীবিত সহোদর আহমাদ বিন আব্দুল আজিজ এবং ভাতিজা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ও প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতার পথে বাধা বিবেচনায় তাদের আটক করা হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র : পার্সটুডে

দেখুন:

আরো সংবাদ



premium cement

সকল