২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসরাইলি বাহিনীর গুলিতে চোখ হারাল ফিলিস্তিনি শিশু

ইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখের দৃষ্টিশক্তি হারানো ফিলিস্তিনি শিশু মালিক ইসা - সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার জেরে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গত সপ্তাহে ইসরাইলি বাহিনীর গুলি আঘাত হানে এক ফিলিস্তিনি শিশুর চোখে। কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর চিকিৎসকরা বলেছেন, ওই শিশু তার বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। অর্থাৎ ফিলিস্তিনি এই শিশু আর কখনোই তার বাম চোখে দেখতে পাবে না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখের দৃষ্টিশক্তি হারানো ওই ফিলিস্তিনি শিশুর নাম মালিক ইসা। তার বয়স ৮ বছর।

জানা গেছে, তিন বোনের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসরাইলি বাহিনীর গুলি মালিক ইসা নামে এই ফিলিস্তিনি শিশুর চোখে আঘাত হানে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement