মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক মারা গেছেন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৯
মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। ৩০ বছর দেশ শাসনের পর ২০১১ সালে এক অভ্যুত্থানে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অস্ত্রোপচারের এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার মারা গেছেন।
মিসরের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে মুবারক ক্ষমতায় আরোহন করেন ১৯৮১ সালে। আরব বসন্ত হিসেবে খ্যাতি পাওয়া অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।
মধ্যপ্রাচ্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এ আরব বসন্তের সৃষ্টি হয়েছিল।
অভ্যুত্থানের পর কয়েক বছরের জন্য তিনি জেলবন্দি হন। তবে ২০১৭ সালে অধিকাংশ অভিযোগ থেকে রেহাই পাওয়ার পর জেল থেকেও মুক্তি পান তিনি।
তার শাসনামলে দুর্নীতি, পুলিশী নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন ও অর্থনৈতিক দুরবস্থার অভিযোগ ছিল।
মিসরের গ্রামীণ এলাকা নীল ডেলটায় ১৯২৮ সালে জন্ম হয়েছিল মুবারকের।
সূত্র : আলজাজিরা