বিদ্রোহীদের দুটি ড্রোন ঠেকিয়ে দিলো সৌদি আরব
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ জুন ২০১৯, ১৪:৩৩
সৌদি আরব শনিবার ইয়েমেনি বিদ্রোহীদের দুটি ড্রোন ঠেকিয়ে দিয়েছে। ড্রোন দুটির হামলার লক্ষ্যস্থল ছিল সৌদি আরবের দক্ষিণাঞ্চল। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ কথা জানায়।
দেশটির সরকারি বার্তা সংস্থা জোটের উদ্ধৃতি দিয়ে জানায়, প্রথম ড্রোনটি হামলার লক্ষ্যস্থল হিসেবে জিজান প্রদেশ এবং দ্বিতীয় ড্রোনটি আবাসিক এলাকা আসির প্রদেশকে বেছে নিয়েছিল। তবে ড্রোন ঠেকাতে গিয়ে ক্ষয়-ক্ষতির কোনো ঘটনা ঘটেছে কিনা সৌদি জোট সে সম্পর্কে কিছু জানায়নি।
এদিকে এর আগে বিদ্রোহীরা সৌদি আরবের জিজান ও আসির প্রদেশের রাজধানী আবহাতে ড্রোন হামলা চালানোর দাবি করে।
ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি সীমান্তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। যদিও এর আগে ২০১৫ সালের মার্চ মাস থেকে তারা জোট বাহিনীর অনবরত বিমান হামলার সম্মুখীন হয়েছে। এতে অসংখ্য বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা