২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ইরান-লেবাননের

ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ইরান-লেবাননের - ছবি : সংগৃহীত

ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল লেবাননের রাজধানী বৈরুতে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ ও পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নিতে ইরানি প্রতিনিধিদলটি বৈরুত সফরে গেছেন।

লেবাননের প্রসিডেন্টের সাথে সাক্ষাতে দু’দেশের পদস্থ কর্মকর্তারা আঞ্চলিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী, বিশেষ করে ফিলিস্তিন ও লেবানন ইস্যুতে আলোচনা করেন। এ সময় প্রেসিডেন্ট আউন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানান।

সাক্ষাতে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, লেবানন সরকার দেশটিকে যেকোনো বিদেশী হস্তক্ষেপমুক্ত রাখার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি বলেন, ইসরাইলের ১৫ মাসব্যাপী আগ্রাসনে গাজা উত্যকার ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর পুনঃনির্মাণে আরব ও মুসলিম দেশগুলোকে সাহায্য করবে ইরান।

বৈঠকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজ্জি এবং বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানি উপস্থিত ছিলেন।

গতকাল (রোববার) লেবাননের রাজধানী বৈরুতে সাইয়্যেদ নাসরুল্লাহ ও সাইয়্যেদ সাফিউদ্দিনের জানাজা ও দাফন অনুষ্ঠানে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেন। কোনো সাবেক জননেতার শেষ বিদায় অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি খুব কমই চোখে পড়ে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement