২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করল ইসরাইল

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু - ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার ছয় ইসরাইলি পণবন্দীকে মুক্তি দিয়েছে। বিনিমিয়ে ইসরাইলের ৬২০ ফিলিস্তিনি বন্দীকে হস্তান্তর করার কথা থাকলেও তারা তা স্থগিত করেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছে এবং ভবিষ্যতে পণবন্দীদের মুক্তি ‘অপমানজনক অনুষ্ঠান’ ছাড়াই নিশ্চিত করার দাবি জানিয়েছে।

গত মাসে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে শনিবার গাজা থেকে ছয়জন ইসরাইলি পণব্ন্দীকে মুক্তি দেয়া হয়েছে। হামাস বৃহস্পতিবার আরো চার পণবন্দীর লাশ হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে শনিবারে ছয় পণবন্দী মুক্তির বিনিময়ে ইসরাইলের ২৩ শিশু ও একজন নারীসহ ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার কথা ছিল। তবে ইসরাইলি কর্মকর্তারা আরো নিরাপত্তা পর্যালোচনার কারণ দেখিয়ে সেই মুক্তি বিলম্বিত করেন।

হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানৌ এক বিবৃতিতে নেতানিয়াহুর এ ঘোষণাকে ‘টালবাহানা এবং যুদ্ধবিরতি চুক্তি স্থবির করার কৌশল’ বলে অভিযুক্ত করেন।

তিনি বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনীর নির্ধারিত সময়ে বন্দীদের মুক্তি স্থগিত করা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’

হামাস আরো জানিয়েছে, তারা এ বিলম্বের বিষয়ে মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারকে অবহিত করেছে। গোষ্ঠীটি সতর্ক করে দিয়ে বলেছে, চুক্তি লঙ্ঘন করলে এবং বন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি জানালে ইসরাইল আর মধ্যস্থতাকারী খুঁজে পাবে না।

সূত্র : সিএনএন ও ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬ পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

সকল