২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

গাজায় ৬ ইসরাইলি পণবন্দীকে হস্তান্তরের প্রস্তুতি হামাসের

গাজায় ৬ ইসরাইলি পণবন্দীকে হস্তান্তরের প্রস্তুতি হামাসের - ছবি - সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে বন্দী বিনিময়ের সপ্তম ধাপে শনিবার আরো ছয়জন ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। তাদের সবাইকে মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে।

গোষ্ঠীটি হস্তান্তরের জন্য দু’টি স্থান নির্ধারণ করেছে। একটি অবরুদ্ধ গাজার দক্ষিণ অংশ রাফায় এবং অন্যটি গাজার মধ্যাঞ্চল নুসেইরাত শহরে।

দুই ইসরাইলি বন্দী তাল শোহাম ও আভেরা মেঙ্গিস্তুকে রাফায় হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। অন্য চার পণবন্দীকে নুসেইরাতে হস্তান্তর করা হবে।

হামাসের সামরিক শাখার মুখপাত্র জানান, আজ শনিবার পণবন্দী এলিয়া কোহেন, ওমর শেম-টোভ, ওমর ওয়েনকার্ট, তাল শোহাম, আভেরা মেঙ্গিস্তু এবং হিশাম আল-সায়েদকে মুক্তি দেয়া হবে।

বিনিময়ে ইসরাইল ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এর মধ্যে ৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৬০ জন দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত বন্দী রয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement