শিরি বাইবাস : নেতানিয়াহুকে হামাসের চ্যালেঞ্জ
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতায়াহু দাবি করেছেন যে গাজা যুদ্ধবিরতির শর্তানুযায়ী ফেরত দেয়া চার ইসরাইলি বন্দীর মধ্যে শিরি বাইবাসের লাশ নেই। অথচ তালিকা অনুযায়ী তার লাশও ফেরত দেয়ার কথা ছিল।
নেতানিয়াহুর এই দাবিকে চ্যালেঞ্জ করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে, শিরি বাইবাস এবং অন্যান্য কয়েকজন বন্দী ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। তাদের দেহাবশেষ একে অপরের সাথে মিশে গেছে। সেজন্য এগুলো আলাদা করা সম্ভব হয়নি।
হামাসের একজন কর্মকর্তা ইসমাইল আল-থাওয়াবতেহ জানিয়েছেন, বন্দীদের যে ভবনে রাখা হয়েছিল, সে ভবনটি ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হয়ে যায়। ফলে শিরি বাইবাসের লাশ আলাদা করে ফেরত দেয়া সম্ভব হয়নি।
গত বছর হামাস জানিয়েছিল যে ইসরাইলি বিমান হামলায় শিরি বাইবাস, তার দুই সন্তান অ্যারিয়েল ও কেফির নিহত হয়েছেন।
গাজা যুদ্ধবিরতির শর্তে গতকাল প্রথমবারের মতো ইসরাইলকে বন্দীদের লাশ ফেরত দিয়েছে হামাস। চারটি কফিন পাঠানো হয়, যার মধ্যে দুই শিশু এবং তাদের মা শিরি বাইবাসের লাশ ছিল।
এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস বন্দী শিরি বিবাসের লাশ নয়। বরং আগের দিন গাজার এক নারীর লাশ হস্তান্তর করেছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ’এটি অকল্পনীয়ভাবে নিন্দনীয়, হামাস শিরিকে তার ছোট বাচ্চাদের কাছে ফিরিয়ে দেয়নি। বরং শিরির পরিবর্তে একজন গাজার নারীর লাশ একটি কফিনে রাখা ছিল।’
সূত্র : টাইমস অফ ইসরাইল ও অন্যান্য