২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

অধিকৃত পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ দিলেন নেতানিয়াহু

অধিকৃত পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ দিলেন নেতানিয়াহু - সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় ধরনের আগ্রাসন চালানোর জন্য দখলদার বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) তেল আবিবের কাছে বাত ইয়াম শহরে একাধিক বাসে বোমা বিস্ফোরণের পর এই নির্দেশ দেন তিনি।

বিস্ফোরণের পর ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং শহরটি একরকমের থমকে গেছে। ইসরাইলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাত ইয়াম শহরে বেশ কয়েকটি বাসে বিস্ফোরণ ঘটেছে। কমপক্ষে তিনটি খালি বাসে লাগানো বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রতিটি বিস্ফোরক ডিভাইসের ওজন পাঁচ কেজি বলে জানা গেছে।

নেতানিয়াহুর কার্যালয় বাসে বিস্ফোরণের ঘটনাকে ‘গণহামলার চেষ্টা’ বলে উল্লেখ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে ইসরাইলি পুলিশ দাবি করে, তেল আবিবের কাছে দুটি শহরতলিতে তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে। সেখানে চারটি বিস্ফোরক যন্ত্র পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যে বাসগুলোতে বিস্ফোরণ হয়েছে, সেগুলো ডিপোতে দাঁড়ানো ছিল। বাসে কেউ ছিল না।

বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। এ ঘটনার পর ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী, সামরিক বাহিনী ও শিন বেতের প্রধান এবং পুলিশ কমিশনারের সাথে নেতানিয়াহু কথা বলেছেন বলে জানিয়েছে তার কার্যালয়।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, টাইমারযুক্ত কয়েকটি বিস্ফোরক যন্ত্র শনাক্ত করা হয়েছে। আরো কোথাও বিস্ফোরক যন্ত্র আছে কি না, তা নিশ্চিত হতে গণপরিবহনে তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমে সম্প্রচার করার খবরে দেখা গেছে, ডিপোতে একটি বাসে আগুন জ্বলছে। পুড়ে যাওয়া একটি বাসের ছবিও দেখা গেছে।

গত মাস থেকে পশ্চিম তীরে সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
স্টারলিংকের ২৩ ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

সকল