২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

লেবানন-সিরিয়া সীমান্তে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

- ছবি : সংগৃহীত

ইসরাইল শুক্রবার জানিয়েছে, তারা হিজবুল্লাহর অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত লেবানন-সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা হামলায় আহতদের সংখ্যা উল্লেখ করেনি। লেবাননের বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বিমান বাহিনী লেবানন-সিরিয়া সীমান্তের ক্রসিং পয়েন্টগুলোতে হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের ভূখণ্ডে অস্ত্র পাচারের কাজে এই ক্রসিং পয়েন্টগুলো ব্যবহার করে আসছে।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী গ্রুপটির বিবৃতিতে আরো বলা হয়েছে, এই কার্যকলাপ ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। দু’মাসের সর্বাত্মক যুদ্ধসহ এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত ২৭ নভেম্বর থেকে ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, রাতভর চালানো এই হামলায় লেবাননের সীমান্তবর্তী শহর ওয়াদি খালেদের কাছে একটি ’অবৈধ ক্রসিং’ ’পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ব্রিটেন-ভিত্তিক অবজারভেটরি জানিয়েছে, সিরিয়া থেকে লেবাননের দিকে পাচারকারীদের যানবাহনের একটি বহর পর্যবেক্ষণ করার পর এই হামলা চালানো হয়। যার সিরিয়ার অভ্যন্তরে একটি সূত্রের নেটওয়ার্ক রয়েছে।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।’

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে দেশটির উত্তর-পূর্বে বেকা উপত্যকার গ্রাম এবং হারমেল শহরের ওপর দিয়ে কম উচ্চতায় শত্রু বিমান উড়তে দেখা গেছে।

ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির অধীনে, লেবাননের সেনাবাহিনীকে জাতিসঙ্ঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণ লেবাননে মোতায়েন করার কথা ছিল। তবে ইসরাইলি বাহিনী সেনা সরাতে ৬০ দিনের সময় চাইলেও, পরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়।

চুক্তির শর্তাবলী অনুযায়ী, হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে থাকা তাদের অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলবে এবং তার বাহিনীকে সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে।

সর্বশেষ সময়সীমার ঠিক আগে ইসরাইল ঘোষণা করেছিল যে তারা সীমান্তের কাছে পাঁচটি কৌশলগত স্থানে অস্থায়ীভাবে সেনা মোতায়েন রাখবে।

এই মাসের শুরুতে, ইসরাইলি সেনাবাহিনী বলেছিল, তারা সিরিয়া-লেবানন সীমান্তে হিজবুল্লাহ কর্তৃক অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত একটি সুড়ঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জানুয়ারিতে ইসরাইল পূর্ব ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার সীমান্তে চোরাচালানের রুটসহ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সিরিয়ার সাথে লেবাননের ৩৩০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার কোনো আনুষ্ঠানিক সীমানা নেই। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল