২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ইসরাইলে বাস বিস্ফোরণের পর পশ্চিম তীরে সামরিক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলে বাস বিস্ফোরণের পর পশ্চিম তীরে সামরিক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর - ছবি - সংগৃহীত

ইসরাইলে তেল আবিবের কাছে বৃহস্পতিবার তিনটি খালি বাসে বিস্ফোরণের পর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।

কর্তৃপক্ষ জানায়, বাত ইয়ামে একটি ডিপোতে পার্ক করা দু’টি বাসে বোমা বিস্ফোরণ ঘটে। হলনে আরেকটি বাসে লাগানো বিস্ফোরক ডিভাইস থেকে তৃতীয় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিস্ফোরণের পর ইসরাইল নিরাপত্তা জোরদার করে এবং সারা দেশে বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি একটি গণ-বাস বোমা হামলার প্রচেষ্টা।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী, ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং শীর্ষ নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর নেতানিয়াহু পশ্চিম তীরে ‘সন্ত্রাসবাদের কেন্দ্রগুলোর’ বিরুদ্ধে তীব্র অভিযান চালানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এতে আরো বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী পুলিশ এবং নিরাপত্তা সংস্থাকে ইসরাইলের শহরগুলোতে অতিরিক্ত হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।’

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা শুক্রবার সকালে পশ্চিম তীরে আরো তিনটি ব্যাটালিয়ন মোতায়েন করবে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র দুই দিন পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী গত মাসে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে একটি বড় অভিযান শুরু করে।

জাতিসঙ্ঘের তথ্য মতে, এ অভিযানের ফলে পশ্চিম তীরের কমপক্ষে ৪০ হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল