২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ইসরাইলে বাস বিস্ফোরণের পর পশ্চিম তীরে সামরিক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলে বাস বিস্ফোরণের পর পশ্চিম তীরে সামরিক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর - ছবি - সংগৃহীত

ইসরাইলে তেল আবিবের কাছে বৃহস্পতিবার তিনটি খালি বাসে বিস্ফোরণের পর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।

কর্তৃপক্ষ জানায়, বাত ইয়ামে একটি ডিপোতে পার্ক করা দু’টি বাসে বোমা বিস্ফোরণ ঘটে। হলনে আরেকটি বাসে লাগানো বিস্ফোরক ডিভাইস থেকে তৃতীয় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিস্ফোরণের পর ইসরাইল নিরাপত্তা জোরদার করে এবং সারা দেশে বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি একটি গণ-বাস বোমা হামলার প্রচেষ্টা।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী, ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং শীর্ষ নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর নেতানিয়াহু পশ্চিম তীরে ‘সন্ত্রাসবাদের কেন্দ্রগুলোর’ বিরুদ্ধে তীব্র অভিযান চালানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

এতে আরো বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী পুলিশ এবং নিরাপত্তা সংস্থাকে ইসরাইলের শহরগুলোতে অতিরিক্ত হামলার বিরুদ্ধে প্রতিরোধমূলক তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।’

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা শুক্রবার সকালে পশ্চিম তীরে আরো তিনটি ব্যাটালিয়ন মোতায়েন করবে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র দুই দিন পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী গত মাসে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে একটি বড় অভিযান শুরু করে।

জাতিসঙ্ঘের তথ্য মতে, এ অভিযানের ফলে পশ্চিম তীরের কমপক্ষে ৪০ হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement
বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড ২০২৪ পেলো এক্সিম ব্যাংক শহীদদের রক্তের সাথে বেইমানী করলে কোনো ছাড় নয় : আ্যাটর্নি জেনারেল বর্তমান ও সাবেক ক্যাডেটদের দেশসেবায় আত্মনিয়োগের অনুরোধ সেনাপ্রধানের আবারো বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব ঢাবিতে শহীদ দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবিতে মানববন্ধন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেয়া হবে না : জয়নুল আবেদীন বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যোগ নিতে হবে : ভিসি ড. আমানুল্লাহ বিচার বিভাগ সংস্কার কার্যক্রমে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে : প্রধান বিচারপতি এ বছরের মধ্যেই নির্বাচন শেষ করুন : মাহবুব উদ্দিন খোকন ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ, বড় চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

সকল