২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ইসরাইলি সৈন্য প্রত্যাহারের পর দক্ষিণ লেবানন থেকে আরো ১১ লাশ উদ্ধার

ইসরাইলি সৈন্য প্রত্যাহারের পর দক্ষিণ লেবানন থেকে আরো ১১ লাশ উদ্ধার - ছবি - সংগৃহীত

লেবাননের সিভিল ডিফেন্স বুধবার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরাইলি বাহিনীর সৈন্য প্রত্যাহারের পর তারা দক্ষিণ লেবাননের শহরগুলো থেকে আরো ১১টি লাশ উদ্ধার করেছে।

সাম্প্রতিক যুদ্ধের সময় দক্ষিণ লেবাননের দখলকৃত গ্রাম ও শহরগুলো থেকে মঙ্গলবার ইসরাইলি বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। তবে লেবাননের সীমান্তের পাঁচটি স্থানে ইসরাইলি বাহিনী এখনো অবস্থান করছে।

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, তাদের উদ্ধারকারী দলগুলো দক্ষিণ লেবাননের মেইস এল জাবাল শহরে সাতজন, খিয়ামে একজন, মারকাবায় একজন এবং দেইর সেরিয়ানে আরো দু’জনের লাশ উদ্ধার করেছে।

এতে আরো বলা হয়েছে, লাশগুলোর পরিচয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি পরীক্ষা করা হবে।

ইসরাইলের ২৬ জানুয়ারির মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা ছিল। কিন্তু লেবানন শর্তাবলী বাস্তবায়নে ব্যর্থ হয়েছে- ইসরাইলের এমন অভিযোগের পর তা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। লেবানন সে সময় ইসরাইলকে সৈন্য প্রত্যাহারে বিলম্ব করার অভিযোগ করে।

ইসরাইল ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ২৩ সেপ্টেম্বর এ অভিযান পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এ সংঘাতের ফলে চার হাজার ১০৯ জন নিহত এবং ১৬ হাজার ৮৯৯ জন আহত হয়েছেন এবং প্রায় এক দশমিক চার মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement