২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত - ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরের তুবাস শহরের দক্ষিণে আল-ফারা শরণার্থী শিবিরে বুধবার ইসরাইলি বাহিনীর হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা এজেন্সিকে জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী তাদের বাড়িতে গুলি ও শেল নিক্ষেপ করার পর ওই তিনজন নিহত হয়েছেন।

এদিকে বুধবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী ওই তিন ব্যক্তিকে সন্ত্রাসী বলে দাবি করেছে। তারা বলেছে, ‘ওই তিন ব্যক্তি ওয়ান্টেড সন্ত্রাসী ছিল। তারা অস্ত্র বিক্রি করত।’

এছাড়া আরো দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইল পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে আক্রমণ চালানো অব্যাহত রেখেছে। অভিযানে তারা ঘরবাড়িসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে দিয়েছে।

পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে ২১শে জানুয়ারি থেকে শুরু হওয়া ইসরাইলি বাহিনীর অভিযানের কারণে পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে থাকা কয়েক হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement