২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

৪ পণবন্দীর লাশ হস্তান্তর করবে হামাস

৪ পণবন্দীর লাশ হস্তান্তর করবে হামাস - ছবি - সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার ইসরাইলের কাছে বিবাস পরিবারের সদস্যসহ চার পণবন্দীর লাশ হস্তান্তর করবে হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামলার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর হামাস এই প্রথম লাশ হস্তান্তর করবে।

ফিলিস্তিনি গোষ্ঠীটি জানিয়েছে, শিরি বিবাস, তার দুই শিশু পুত্র কেফির ও এরিয়েল এবং ওদেদ লিফশিৎজের নামে চতুর্থ পণবন্দীর লাশ গাজার দক্ষিণ নগরী খান ইউনিসে ফেরত পাঠানো হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বুধবার জানিয়েছে, তারা পণবন্দীদের একটি তালিকা পেয়েছে যাদের লাশ হস্তান্তর করা হবে এবং পরিবারগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার ইসরাইলের জন্য একটি হৃদয়বিদারক ও শোকের দিন।

উল্লেখ্য, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে রেড ক্রসের মধ্যস্থতায় এক হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে হামাস এখন পর্যন্ত ১৯ জন ইসরাইলি পণবন্দীকে মুক্তি দিয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement