২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস

শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস - ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মঙ্গলবার জানিয়েছে, তারা ইসরাইলের সাথে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আওতায় এ সপ্তাহে ছয়জন জীবিত ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে এবং চারজন পণবন্দীর লাশ হস্তান্তর করবে।

হামাসের শীর্ষ নেতা খলিল আল-হায়া রেকর্ড করা এক বক্তৃতায় বলেন, ‘গাজা চুক্তির প্রথম ধাপের আওতায় শনিবার বাকি ছয়জন জীবিত ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেয়ার ব্যাপারে হামাস সম্মত হয়েছে।’

তিনি শনিবার নির্ধারিত ছয় পণবন্দীর মধ্যে হিশাম আল-সায়েদ ও আভেরা মেঙ্গিস্তু নাম উল্লেখ করেন।

এছাড়াও বৃহস্পতিবার চারজন ইসরাইলি বন্দীর লাশও হস্তান্তর করবে হামাস। এর মধ্যে বিবাস পরিবারের সদস্যরাও রয়েছেন।

তিনি আরো বলেন, ‘চুক্তির আওতায় ইসরাইল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে।’

হায়া বলেন, গাজা চুক্তির প্রথম ধাপের অধীনে সম্মত হওয়া অনুযায়ী, হামাস আগামী সপ্তাহে আরো ইসরাইলি পণবন্দীদের লাশ হস্তান্তর করবে।

আগামী সপ্তাহে মুক্তির ফলে গাজা চুক্তির প্রথম পর্যায়ে হামাস থেকে মুক্তিপ্রাপ্ত ইসরাইলি পণবন্দীর সংখ্যা ৩৩ জনে দাঁড়াবে। এর মধ্যে ১৯ জনকে এখন পর্যন্ত মুক্তি দেয়া হয়েছে। আটজন মারা গেছেন। বাকী ছয়জনকে আগামী শনিবার মুক্তি পাচ্ছেন।

এদিকে ইসরাইলি কারাগার থেকে মোট এক হাজার ১৩৫ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ইসরাইল এ সপ্তাহে আরো ৫০২ জন বন্দীকে মুক্তি দেবে বলে জানা গেছে।

হায়া এই পদক্ষেপগুলোকে হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সাফল্যের জন্য অব্যাহত প্রচেষ্টার একটি অংশ হিসেবে বর্ণনা করেন। সেই সাথে তিনি জানান, মধ্যস্থতা প্রচেষ্টার মাধ্যমে চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশের পথ প্রশস্ত করেছে হামাস।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি


আরো সংবাদ



premium cement