২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

গাজায় গত দুই দিনে প্রত্যাশিত ত্রাণবাহী ট্রাকের মাত্র ৩০ শতাংশ প্রবেশ

গাজায় গত দুই দিনে প্রত্যাশিত ত্রাণবাহী ট্রাকের মাত্র ৩০ শতাংশ প্রবেশ - ছবি - সংগৃহীত

গাজা মিডিয়া অফিস রোববার মানবিক সহায়তা প্রবেশের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে জানিয়েছে, গত দুই দিনে গাজায় প্রবেশকারী ত্রাণবাহী ট্রাকের সংখ্যা প্রত্যাশিত পরিমাণের ৩০ শতাংশও অতিক্রম করেনি।

অফিসের বিবৃতি অনুসারে, গাজায় ১৮০টিরও কম ট্রাক প্রবেশ করেছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় দৈনিক ৬০০ ত্রাণবাহী ট্রাকের প্রবেশের কথা ছিল।

বৃহস্পতিবার মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে।

এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইসরাইল মানবিক সাহায্য প্রবেশের চুক্তির অংশ মেনে চলতে ব্যর্থ হচ্ছে।

এর আগে, গত সোমাবার হামাস ঘোষণা দিয়েছিল, ইসরাইল চুক্তির মানবিক বিধানগুলো মেনে না চলা পর্যন্ত পণবন্দীদের মুক্তি দেয়া হবে না। পরে মধ্যস্থতার পর হামাস নির্ধারিত সময়ে শনিবার ষষ্ঠ ধাপে তিন ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেয়।

হামাসের মতে, চুক্তির চারটি গুরুত্বপূর্ণ বিষয় লঙ্ঘন হয়েছে। তা হলো- ফিলিস্তিনিদের টার্গেট করে হত্যা, উত্তর গাজায় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের ফিরিয়ে আনতে বিলম্ব, ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের জন্য তাঁবু, জ্বালানি ও সরঞ্জামসহ প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে বাধা এবং গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ওপর বিধিনিষেধ।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি


আরো সংবাদ



premium cement