২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ইরানে ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভের পর গ্রেফতার

- ছবি : বাসস

ইরানে ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভের পর কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইরানি কতৃপক্ষ জানিয়েছে, তেহরান বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র হত্যার ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

তেহরান থেকে বুধবার মিডিয়ার খবরের বরাত দিয়ে এএফপি জানায়, তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের কাছে ডাকাতদের হাতে ১৯ বছর বয়সী ছাত্র আমির মোহাম্মদ খালেগি নিহত হন। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে ছাত্র বিক্ষোভের সৃষ্টি হয়।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘অপরাধীদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ফারসি সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার খালেগিকে তার নিজ শহরে দাফন করা হয়েছে।

শুক্রবার বিক্ষোভে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জড়িত হয়। হাম মিহান দৈনিকের ওয়েবসাইটে জানানো হয়, সাদা পোশাকধারী নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করার পর উত্তেজনা বৃদ্ধি পায়।

বিজ্ঞানমন্ত্রী হোসেইন সিমাই সররফ বলেছেন, হত্যাকাণ্ডের পর তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ব্যবস্থাপনার প্রধান পদত্যাগ করেছেন। বিক্ষোভের পর শিক্ষার্থীদের গ্রেফতারের খবরও অস্বীকার করেছেন মন্ত্রী।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ‘জরুরি ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করার নির্দেশ দিয়েছেন।

২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর ইরানে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ার দু’বছরেরও বেশি সময় পর তেহরান বিশ্ববিদ্যালয়ে আবার এই বিক্ষোভ শুরু হয়েছে।

ইরানের কঠোর ইসলামী পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারের তিন দিন পর ওই তরুণীর মৃত্যু হয়। খালেগির লাশ শনিবার পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে তার নিজ গ্রামে দাফন করা হয়।

বাসস


আরো সংবাদ



premium cement
ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে’ ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর একুশের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে : প্রধান বিচারপতি মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন আত্মবিশ্বাসী আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা

সকল