যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে প্রয়োজন ৫৩ বিলিয়ন ডলার : জাতিসঙ্ঘ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691881_141.jpg)
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনরুদ্ধার ও পুনর্গঠনে ৫৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
বুধবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘গাজা উপত্যকা জুড়ে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য আনুমানিক ৫৩ দশমিক ১৪২ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। এর মধ্যে প্রথম তিন বছরে স্বল্পমেয়াদে প্রয়োজন প্রায় ২০ দশমিক ৫৬৮ বিলিয়ন ডলার।’
সংঘাতের ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক ক্ষতির কথা তুলে ধরে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে গাজার অর্থনীতি ৮৩ শতাংশ সঙ্কুচিত হবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে বেকারত্ব ৮০ শতাংশে পৌঁছবে।
প্রতিবেনটিতে আরো বলা হয়েছে, ‘২০২৪ সালে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে দারিদ্র্য বেড়ে ৭৪ দশমিক তিন শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। ২০২৩ সালের শেষে এটি ছিল ৩৮ দশমিক আট শতাংশ।’
গুতেরেস জোর দিয়ে বলেন যে তাৎক্ষণিক মানবিক চাহিদা পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদে মানবিক সংকট মোকাবেলায় মানবিক সহায়তার ওপর নিরবিচ্ছিন্ন মনোযোগ দেয়া প্রয়োজন।’
এছাড়াও ২০২৪ সালের ১১ ডিসেম্বর জাতিসঙ্ঘের ছয় দশমিক ছয় বিলিয়ন ডলারের মানবিক আবেদনের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সে সময় গাজার ২১ লাখ ফিলিস্তিনির গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের জন্য তিন দশমিক ছয় বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল।
প্রতিবেদনে দুটি মূল অগ্রাধিকার - শক্তিশালী বেসামরিক সুরক্ষা নিশ্চিত করা এবং সাহায্যের নিরাপদ ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।
এছাড়াও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং গাজায় পূর্ণাঙ্গ শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রস্তুত করতে আরো শক্তিশালী আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান গুতেরেস।
সূত্র : আনাদোলু এজেন্সি