১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`
ট্রাম্পের হুমকির জবাব দিলেন সামি আবু জুহরি

পণবন্দীদের মুক্তির একমাত্র উপায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা : হামাস

হামাসের সিনিয়র পলিটব্যুরো নেতা সামি আবু জুহরি - ছবি : সংগৃহীত

অবশিষ্ট সকল ইসরাইলি পণবন্দীকে মুক্তি না দিলে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে হামাস।

সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেই কেবল বাকি পণবন্দীরা গাজা থেকে মুক্তি পাবে।

হামাসের সিনিয়র পলিটব্যুরো নেতা সামি আবু জুহরি এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘ট্রাম্পের জানা উচিত, যদি গাজা যুদ্ধবিরতি চুক্তিকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে উভয়পক্ষকে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। আর এটি হচ্ছে পণবন্দীদের মুক্ত করার একমাত্র পথ।’

তিনি আরো বলেন, ‘এখানে হুমকির কোনো মূল্য নেই বরং হুমকি কেবল পরিস্থিতিকে জটিলতর করবে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হুমকি দিয়ে বলেছিলেন, হামাস যদি আগামী শনিবারের (১৫ ফেব্রুয়ারি) মধ্যে সকল ইসরাইলি পণবন্দীকে মুক্তি না দেয় তাহলে তিনি তেল আবিবকে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দিতে বলবেন।

এর আগে সোমবারই হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা বলেছিলেন, ইসরাইল যদি যুদ্ধবিরতি চুক্তি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে না চলে তাহলে তারা আগামী শনিবার নির্ধারিত পণবন্দী মুক্তি স্থগিত রাখবেন।

তিনি বলেন, শনিবারের পূর্বনির্ধারিত মুক্তি প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাইলে তেল আবিবকে আগামী পাঁচ দিন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নিজের আন্তরিকতা প্রমাণ করতে হবে।

তার এ বক্তব্যের জবাবে ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজ বলেছেন, তিনি গাজায় সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য ইসরাইলি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গাজায় আবার ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে প্রয়োজন ৫৩ বিলিয়ন ডলার : জাতিসঙ্ঘ ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শিক্ষা বৃ‌ত্তির চেক বিতরণ সাবেক প্রতিমন্ত্রী চুন্নুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা মুন্সিগঞ্জে মানববন্ধন শেষে থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর নারায়ণগঞ্জে এক দিনে ৫২ জন গ্রেফতার রংপুরে হত্যা মামলায় আ’লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে ২ কৃষকের মৃত্যু সব ধর্মের মানুষের মধ্যে অসাধারণ সম্প্রীতি বিরাজ করছে : ধর্ম উপদেষ্টা শ্রীনগরে বেদে সম্প্রদায়ের বসতঘরে আগুন ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ছাড়া গণতন্ত্র ব্যর্থ হবে : দুদু

সকল