গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরো ৮ লাশ, নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ২১৯
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১, আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১
গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনি চিকিৎসক ও উদ্ধারকারী দল আরো আটটি লাশ উদ্ধার করেছে বলে
মঙ্গলবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ২১৯ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতের সংখ্যায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত তিন ফিলিস্তিনিও রয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহত আরো ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ১১ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।’
গাজায় ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিতে বন্দী বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি