১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

পশ্চিম তীরে কী চায় তেল আবিব?

পশ্চিম তীরে কী চায় তেল আবিব? - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক মুহাম্মাদ আল কিক বলেছেন, ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্রমবর্ধমান হামলার মাধ্যমে গাজা উপত্যকায় নিজেদের পরাজয়ের গ্লানি ঢাকার চেষ্টা করছে।

ফিলিস্তিনের এই রাজনৈতিক বিশ্লেষক আজ (মঙ্গলবার) পশ্চিম তীরে দখলদার বাহিনীর কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। তিনি আরো বলেছেন, দখলদার ইসরাইলি বাহিনী কয়েক মাস আগে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিল রেখেছিল যে- তারা পশ্চিম তীরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবে।

বিশ্লেষক আল-কিকের মতে, পশ্চিম তীরে বর্তমানে যে হত্যা-নির্যাতন চলছে তা গাজায় ইসরাইলি সেনাবাহিনীর পরাজয় ঢাকার একটা কৌশল মাত্র। দখলদার ইসরাইল গাজায় তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চাইছে। একই সাথে তারা এসব তৎপরতার মাধ্যমে ইসরাইলি সেনাবাহিনীর মনোবল বাড়াতে চায়। পশ্চিম তীরে নিজেদেরকে বিজয়ী হিসেবে জাহির করাও তাদের উদ্দেশ্য। এর ফলে গাজায় তাদের পরাজয়ের বিষয়টা কিছুটা হলেও ঢাকা পড়বে বলে তারা মনে করছে।

আল-কিক বলেন, ‘পশ্চিম তীরে হামলা বাড়িয়ে ইসরাইলি নেতারা সেখানকার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের মনে আশা সঞ্চার করতে চায়, তাদের অভয় দিতে চায়। দখলদার নেতারা ইহুদি বসতি স্থাপনকারীদের বলতে চান- ইসরাইলি নেতারা তাদের সাথে আছেন, তারা তাদের নিরাপত্তা রক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের সমর্থন ও সহযোগিতা বসতি স্থাপনকারীদের রক্ষা করবে।’

এই রাজনৈতিক বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, পশ্চিম তীরে দখলদারদের ক্রমবর্ধমান তৎপরতার কারণে স্থিতিশীলতা প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকছে না এবং প্রতি মুহূর্তে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী সম্প্রতি পশ্চিম তীরের জেনিন ও তুলকারাম শহর এবং এর আশপাশের গ্রামগুলোতে হামলা তীব্রতর করেছে, যার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যাও কম নয়।

অবশ্য ফিলিস্তিনিরাও গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরাইলের হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সম্ভাব্য সকল উপায়ে প্রতিরোধ গড়ে তুলেছে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল