কোনো শক্তিই ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না : এরদোগান
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩, আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৪
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691336_156.jpg)
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম আল-কুদস ফিলিস্তিনিদের অন্তর্গত হওয়ায় কোনো শক্তিই ফিলিস্তিনিদের তাদের ‘চিরস্থায়ী’ মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না।
রোববার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীদের সরিয়ে যুক্তরাষ্ট্রের হাতে নিয়ন্ত্রণ তুলে দেয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন।
এরদোগান সাংবাদিকদের বলেন, ‘হাজার হাজার বছর ধরে বসবাসকারী গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেয়ার ক্ষমতা কারো নেই।’
তিনি আরো বলেন, ‘গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদেরই।’
এর আগে, মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারে এবং এর বাসিন্দাদের স্থানান্তর করতে পারে।
এ সময় ট্রাম্প প্রস্তাব দেন যে গাজার অধিবাসীদের মিশর, জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসিত করা যেতে পারে।
এদিকে নেতানিয়াহু বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে বলেন, সৌদি আরবের প্রচুর জমি আছে। তাই তারা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।
তবে আরব ও মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের জমি দখলের জন্য বাস্তুচ্যুত করার পরিকল্পনার প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং নেতানিয়াহুর সম্প্রসারণবাদী ধারণার তীব্র নিন্দা করে।
সূত্র : প্রেস টিভি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা