গাজার ভবিষ্যত নির্ধারণে আমেরিকা বা ইসরাইলের কথাবার্তার মূল্য নেই : হামাস
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১০
সাক্ষাতে হামাসের একজন নেতা বলেছেন, গাজার ভবিষ্যত নিয়ে আমেরিকা বা ইসরাইল যেসব কথাবার্তা বলে, তার কোনো মূল্য নেই।
তিনি বলেন, গাজা উপত্যকার মালিক ফিলিস্তিনি জনগণ। তারাই নিজেদের মধ্যে শলাপরামর্শের ভিত্তিতে এর ভবিষ্যত নির্ধারণ করবে। তিনি ইসরাইলের বিরুদ্ধে বিজয়ে ভূমিকা রাখার জন্য ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এই নেতা দৃশ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উচ্চাভিলাসি পরিকল্পনার জবাব দিয়েছেন। ট্রাম্প গাজাবাসীকে প্রতিবেশী আরব দেশগুলোত পাঠিয়ে দেয়ার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর গাজা দখল করার অভিপ্রায় প্রকাশ করেছেন।
সূত্র : পার্সটুডে