ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সাথে হামাস নেতাদের সাক্ষাৎ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে হামাসের শীর্ষ নেতারা তেহরানে সাক্ষাৎ করেছেন।
শনিবার হামাস শুরা কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ ইসমাইল দারবিশ, ভারপ্রাপ্ত হামাস নেতা খলিল আল-হাইয়া এবং গ্রুপের রাজনৈতিক ব্যুরোর অন্যান্য সদস্যরা তার সাথে সাক্ষাৎ করেন।
এ সময় আয়াতুল্লাহ খামেনি হামাস নেতাদের উদ্দেশে বলেন, গাজার যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করে একটি ‘মহান সাফল্য’ অর্জন করেছে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনকে রক্ষা করা এবং ফিলিস্তিনের জনগণকে সমর্থন করা নিয়ে ইরানি জনগণের মনে কোনো প্রশ্ন নেই। এ বিষয়টি একটি ‘মীমাংসিত’ বিষয়।
প্রতিনিধিদলের মধ্যে হামাসের শীর্ষ কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহও ছিলেন। তারা আয়াতুল্লাহ খামেনির কাছে গাজা ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় হামাসের ভারপ্রাপ্ত প্রধান আল-হাইয়া বলেন, ‘আমরা আজ গর্ব নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি।’
সূত্র : প্রেস টিভি