১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

পূর্ব লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৬

পূর্ব লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৬ - ছবি - সংগৃহীত

লেবাননের পূর্বাঞ্চলে বালবেক জেলার শাইরা এলাকায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বাহিনী শনিবার বিমান হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দু’জন।

লেবাননের জাতীয় বার্তাসংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে।

এনএনএ এক প্রতিবেদনে বলে, ‘জান্তা শহরের সংলগ্ন শাইরা এলাকায় ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন।’

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা সংস্থার নির্দেশে তাদের বিমান বাহিনী এই হামলা চালায়। তারা দাবি করে, বেকা উপত্যকায় অস্ত্র তৈরি ও সংরক্ষণ করে এমন একটি স্থানে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

২৭ নভেম্বর থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ইসরাইল যুদ্ধবিরতি সত্ত্বেও ৮৪০টিরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন হতাহত হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি


আরো সংবাদ



premium cement