১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

লেবাননে নতুন সরকার, ২৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন

লেবাননে নতুন সরকার, ২৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন - ছবি - সংগৃহীত

লেবাননের নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে শনিবার দেশটির প্রথম পূর্ণাঙ্গ সরকার গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের পর প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ২৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেছেন।

প্রেসিডেন্ট জোসেফ আউন এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সাথে নতুন সরকার গঠনের জন্য একটি ডিক্রি স্বাক্ষর করেছেন।

নওয়াফ সালাম ‘নাগরিক ও রাষ্ট্রের মধ্যে, লেবানন ও তার আরব দেশগুলোর মধ্যে, এবং লেবানন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনরুদ্ধার’ এবং দেশটিকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

শনিবার এক ভাষণে তিনি বলেন, ‘সংস্কারই প্রকৃত মুক্তির একমাত্র পথ।’

তিনি নভেম্বরের শেষের দিকে ইসরাইল ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী ও রাজনৈতিক দল হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক যুদ্ধের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ইসরাইলি বাহিনীকে ‘লেবাননের ভূখণ্ড থেকে প্রত্যাহারের’ পাশাপাশি যুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত অঞ্চলগুলোকে পুনর্গঠন করার প্রতিশ্রুতিও দেন।

তবে লেবাননের নতুন সরকার হিজবুল্লাহর সাথে ঘনিষ্ঠ এমন নেতাদের থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বৈরুত গত বছর ইসরাইলের সাথে বিধ্বংসী যুদ্ধের পর পুনর্গঠন তহবিল ও বিনিয়োগের সুযোগ পাবে এবং ২০১৯ সাল থেকে দেশটিকে গ্রাস করে রাখা দুর্বল অর্থনৈতিক সংকট থেকে পুনরুদ্ধারের আশা করছে।

যদিও হিজবুল্লাহ সালামকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেনি। তবে লেবাননের ঐতিহ্য অনুযায়ী, সরকারি পদগুলো ধর্মীয় সম্প্রদায় অনুযায়ী বণ্টন করা হয়। সরকারে শিয়া মুসলিম আসন নিয়ে হিজবুল্লাহ তার সাথে আলোচনায় অংশ নিয়েছিল।

শুক্রবার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন উপ-প্রতিনিধি মরগান ওর্টাগাস লেবাননের সরকার থেকে হিজবুল্লাহকে বাদ দেয়ার দাবি করার পর এই ঘোষণা আসে। তিনি বলেন, মন্ত্রিসভায় হিজবুল্লাহ থাকলে এটি একটি ‘রেড লাইন’ হবে।

এদিকে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস শনিবার এক বিবৃতিতে নতুন সরকারকে স্বাগত জানিয়েছে এবং আশা করছে যে এটি সংস্কার বাস্তবায়ন করবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করবে।

সূত্র : এপি নিউজ ও আল জাজিরা


আরো সংবাদ



premium cement