ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690584_112.jpg)
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্প গত ২০ জানুয়ারি হোয়াইট হাউজের ক্ষমতা গ্রহণ করে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ পুনর্বহাল করার ঘোষণা দেয়া পর এই প্রথম তেহরানবিরোধী নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেন, হোয়াইট হাউজ চীনে ইরানের তেল বিক্রির বিরুদ্ধে প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তিনি দাবি করেন, যে নেটওয়ার্কটি ইরানের তেল চীনের কাছে বিক্রি করে তা থেকে অর্জিত আয় ইরানের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করে সেই নেটওয়ার্ককে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মাকিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ইরানের পাশাপাশি চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি প্রতিষ্ঠান ও বেশ কয়েক ব্যক্তিকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এর দু’দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে সংলাপ প্রক্রিয়া শুরু করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু একইসাথে তিনি তেহরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের আদেশ পুনর্বহাল করে একটি নির্বাহী আদেশে সই করেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে, ট্রাম্পের ওই নির্বাহী আদেশ অনুসরণ করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বুধবার বলেছিলেন, ট্রাম্পের প্রথমবারের শাসনামলে যেভাবে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল এবারো তার সে প্রচেষ্টার একই পরিণতি হবে।
সূত্র : পার্সটুডে