০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

সৌদিরা তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে পারে : নেতানিয়াহু

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু - ছবি - সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতে, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কারণ তাদের কাছে পর্যাপ্ত জমি রয়েছে।

বৃহস্পতিবার ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১৪ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ‘সৌদিরা তাদের নিজ ভূখণ্ডে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে। তাদের সেখানে প্রচুর জায়গা রয়েছে।’

সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু জানান, ইসরাইল রাষ্ট্রের জন্য বিপদজনক হবে এমন কোনো চুক্তি তিনি করবেন না।

তিনি আরো বলেন, ‘বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়ই। ৭ অক্টোবরের পরও? আপনি কি জানেন এটা কী? হামাসের নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র। আর আমরা কি পেলাম? হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।’

নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকালে সাক্ষাৎকারটি নেয়া হয়। সফরের শুরুতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। ওই সম্মেলনে ট্রাম্প গাজা উপত্যকা নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণা করেন।

এ সময় নেতানিয়াহু সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথাও বলেন এবং আসন্ন চুক্তির পূর্বাভাস দেন।

তিনি বলেন, ‘ইসরাইল ও সৌদি আরবের মধ্যে শান্তি কেবল সম্ভবই নয়, আমি মনে করি এটি ঘটবে।’

এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব নয় বলেও জানিয়েছে তারা।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি ও জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement
কাঁচপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত ফাইনালে চ্যালেঞ্জিং পুঁজি চিটাগাংয়ের পিরোজপুরে ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা সরকারি মেডিক্যালে ভর্তির সময়সীমা বাড়ল হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মেয়র আতিক কারাগারে দেশবাসীকে ধৈর্য্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমেদের ইমন-নাফের ফিফটি, বড় পুঁজির দিকে চিটাগাং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুক্তসহ ৩ জন কারাগারে রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে : ড. হেলাল উদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

সকল