গাজায় বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690564_185.jpg)
ফিলিস্তিনের উত্তর গাজায় বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনীর তৈরি বালির ঢিবি থেকে ৬৬ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা দল।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘ইসরাইলের বুলডোজার অভিযানের ফলে গাজা শহর এবং উত্তরের বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর আত্মরক্ষায় ব্যবহৃত বালির ঢিবির নিচে ফিলিস্তিনিদের কবর দিয়েছিল তারা।’
তিনি জানান, উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় ৩৭টি এবং গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে ২৯টি লাশ পাওয়া গেছে।
তিনি আরো বলেন, ‘অনেক কবর এখনো আবিষ্কৃত হয়নি। ইসরাইলি স্থল অভিযানের কারণে ফিলিস্তিনিরা নিহতদের লাশ রাস্তা, স্কোয়ার ও পাবলিক পার্কে কবর দিতে বাধ্য হয়েছিল।’
বাসাল বলেন, ‘সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ধ্বংসস্তূপ এবং বালির ঢিবির নিচ থেকে লাশ উদ্ধারের জন্য বেসামরিক প্রতিরক্ষা দল এবং চিকিৎসা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন।’
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি