গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরাইল : ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690539_13.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, যুদ্ধ শেষ হওয়ার পর এবং গাজাবাসীদের অন্যত্র পুনর্বাসিত করার পর ইসরাইল গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। এক্ষেত্রে মার্কিন সেনাদের কোনো প্রয়োজন হবে না বলে মনে করেন তিনি।
গাজা উপত্যকা দখল করে তা ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ট্রাম্পের ঘোষণার বিশ্বব্যাপী নিন্দার একদিন পর, ইসরাইল তার সেনাবাহিনীকে গাজা ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় প্রস্থান’ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘যুদ্ধ শেষে ইসরাইল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। এর আগেই ফিলিস্তিনিরা অন্য আরব অঞ্চলে নিরাপদ, নতুন ও আধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে।’
তিনি আরো বলেন, ‘মার্কিন সেনাদের কোনো প্রয়োজন হবে না।’
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানান, তিনি সেনাবাহিনীকে গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেয়ার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, তার পরিকল্পনায় স্থলপথে প্রস্থানের পাশাপাশি সমুদ্র ও আকাশপথে প্রস্থানের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
সূত্র : রয়টার্স