০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধীর তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ

গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধীর তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ - ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ তাদের দেশে অবস্থান করা এক ইসরাইলি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। ব্রাসেলস-ভিত্তিক মানবাধিকার বিষয়ক আইনজীবীদের সংগঠন রজর ফাউন্ডেশন বা এইচআরএফ তার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র দাখিল করার পর সুইস কর্তৃপক্ষ এই উদ্যোগ নিতে যাচ্ছে।

ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরাইলি সেনাদের যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দখলদার সরকারের দায়মুক্তির বিষয়টিকে চ্যালেঞ্জ করে এইচআরএফ এর আগে একটি অভিযোগ দায়ের করার পর সুইস কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, অভিযোগ পত্রে গাজা উপত্যকায় সংঘটিত মারাত্মক যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সাথে ব্যক্তিটির জড়িত থাকার বিস্তারিত প্রমাণ তুলে ধরা হয়েছে। ওই ইসরাইলির বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা, ঘরবাড়ি ও হাসপাতাল ধ্বংস করা, নিরপরাধ এবং নিরিহ পরবিবারগুলোকে জোরপূর্বক বাস্তুচ্যুত করাসহ আরো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা।

অবরুদ্ধ গাজার বিরুদ্ধে টানা ১৫ মাস ধরে ইসরাইলি শাসক গোষ্ঠীর গণহত্যামূলক ভয়াবহ যুদ্ধের পর এই তদন্ত শুরু হয়েছে। ইসরাইলি বাহিনীর বর্বরোচিত আগ্রসানে গাজায় এখন পর্যন্ত ৪৭ হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিভাগই নারী ও শিশু। গাজায় সামরিক বন্ধ করার লক্ষ্যে জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়েছিল কিন্তু পরিস্থিতি আরো মারাত্মক অবনতি ঘটানোর উদ্দেশে তেল আবিব যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে।
সূত্র : প্রেস টিভি


আরো সংবাদ



premium cement
দু’দিন বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে ফল আমদানি শুরু গল টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে অমুসলিম শিক্ষার্থীদের সাথে ইবি ছাত্রশিবিরের মতবিনিময় কিশোরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়কে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা গাজা নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা চীনের চৌদ্দগ্রামে শিবির নেতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ বাংলাদেশকে হাসিনা তার পৈত্রিক সম্পত্তিতে পরিণত করেছিল : মাওলানা শাহজাহান ১৬ বছর ইসলামী শিক্ষা-সংস্কৃতিকে কোনঠাসা করে রাখা হয়েছিল : শামসুল ইসলাম সুন্দরগঞ্জে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ২ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ মির্জাপুরে ছিনতাই হওয়া ট্রাকসহ ১২ হাজার লিটার সয়াবিন উদ্ধার

সকল