০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

গাজায় ইসরাইলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু

- ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে গাজায় ইসরাইলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি জোর দিয়ে বলেন, আমরা এই তিনটি লক্ষ্যই অর্জন করব।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তিনি গাজায় বন্দীবিনিময় চুক্তি সমর্থন করেন কিনা? এর জবাবে তিনি বলেন, আমি সকল বন্দীকে মুক্ত করব। আমাদের যুদ্ধের সকল লক্ষ্য পূরণ করব। যার মধ্যে রয়েছে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করাও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া গাজা যেন আর কখনো ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে, ওই ব্যবস্থা করব।’

তিনি আরো বলেন, ‘আমার একটিমাত্র লক্ষ্য নেই। বরং তিনটি লক্ষ্য রয়েছে। আমরা অবশ্যই তা অর্জন করব।’

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement